রক্তঝরা ফাগুন মাস
এলো আবার ফিরে,
ভাষার দিন হয় পালন
দামাল ছেলে ঘিরে।
সালাম বরকত রফিক
আর শফিউর জব্বার,
রাজপথে বুলেট তাদের
দেহ করে ঝারঝার।
ভাষার দিন এলে শুধু
স্বরন করি মোরা,
বারোমাস স্মৃতি তাদের
থাকে পড়ে ধরায়।
মোদের শপথ হোক আজ
বাংলা মায়ের দল,
তাদের কভু ভুলিবনা
থাকতে গায়ে বল।