আমার কষ্ট কেউ বুঝেনা
এই জনমে ভাই,
স্ত্রী-সন্তান সবাই আমার
আজকে পাশে নাই ।
যাদের মুখে অন্নের জন্য
করলাম কেবল কাজ,
আজকে তাদের আচরনে
পড়লো চোখে ভাঁজ ।
আপন ভেবে কষ্ট শুধু
করলাম তাদের তরে,
তারাই আজ দিলো আমায়
বৃদ্ধাশ্রমে ঠেলে ।
তাদের জন্য দোয়া করি
ভালো যেন থাকে ,
আমি না হয় বৃদ্ধাশ্রমে
মরবো ধুঁকে ধুঁকে ।