চলে যদি যাবে
সমুজ আহমদ সায়মন
বুকের সাগর শুকিয়ে গেছে
পুঁড়ে ছাই হয়েছে আমার স্বপ্ন
ভালোবাসার ঝকঝকে খাতায়
পড়েছে লালকালির আঁচড়।
আমাকে ভেবে আর কেউ
কোন দিন কাটাবে না নির্ঘুম রাত
কেউ হবেনা টকটকে লাল
প্রিয় প্রতিক্ষার পথে ।
কেমন আছো প্রেয়সী তুমি ?
নক্ষত্রে সাজানো গালিচার দেশে
তোমার কি ইচ্ছে করেনা
মুখরিত করতে স্কুলটির
সবুজ চত্বর হাতে হাত রেখে ।
ইচ্ছা তোমার হয়না
এ আমি বিশ্বাস করি না
ইচ্ছা তোমার হয় অনেক কিছু
কিন্তু পারনা
চলে যদি যাবে
তবে ফিরে এসেছিলে কেন
এই পথ হারা পথিকের পথে
কেন সাজিয়েছিলে
পুরাতন পুঁজার নৈবেদ্য
আবার নতুন করে।