পৌষ এলো শীত নিয়েহিম হিম ঠান্ডা,নেই কাঁথা কম্বলথরথর কাঁপে গা।
সূর্যটা দিনে থাকেতাপহীন আধাঁরে,রাতটা ঢেকে যায়কুয়াশার চাদরে।
ঝরা পাতায় গাছগুলিদাঁড়িয়ে আকাশে,নিশ্বাস ছাড়ে সদাকষ্ট ঝরাতে।