উলট পালট বিচার করে টাকার লোভে যারা,
ঘৃনার মাঝে সদা থাকে দিন রজনী তারা।
ঘুষের টাকায় যারা গড়ছো বিলাস বহুল বাড়ী,
টের পাবেনা কখন কভূ কে যে নেবে কাড়ি।
নির্দোষীরে দোষী করে আজকে যারা সূখে,
নিঃশেষ হবার আগে জীবন যাবে কষ্ট দূঃখে।
সঠিক বিচার যদি নাহি করো রবের ভবে,
ধরবে যেদিন মহান মালিক পার পাবেনা তবে