বিশেষ প্রতিনিধি সিলেট থেকে : সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হোসেইন পুর নিবাসী বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী সাইফুর রহমান সফা আজ (১৭ অক্টোবর ) ভোর ৫ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন। তাকে আজ উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম সাইফুর রহমান সফা হিল ফুল সেবা সংস্থা খাজাঞ্চীর কার্যকরী পরিষদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ খাজাঞ্চী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সদস্য কবির হোসেন কোব্বার ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর মোহাম্মদ লিয়াকত হোসেইনের আপন ভাতিজা ।
উল্লেখ্য গত ১৫ অক্টোবর হঠাৎ অসুস্থ হলে সিলেটের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গতরাত ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬বছর। তিনি দুই সন্তানের জনক।
তাহার মৃত্যুতে সিলেট জেলা আইনজীবী বারের সদস্য, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, বিশ্বনাথ উপজেলা আইনজীবী পরিষদের যুগ্ম আহবায়ক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। মরহুমের আত্মার জান্নাত কামনা করে পরিবারের সবাইকে ধর্য্য ধারণের আহবান জানান তিনি।