কবি এস.পি.সেবু, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট : সিলেট রেঞ্জের পুলিশ সুপার (মিডিয়া ও ক্রাইম) জেদান আল মুসা বলেছেন, বিশ্বনাথের স্কুল ছাত্র সুমেল ও কৃষক দয়াল হত্যাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। আসামী যারাই হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে এলাকাবাসীকে আশ্বস্থ করেন।
তিনি আজ রোববার ২৩মে সকালে সরজমিনে সুমেল হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন।
এছাড়াও চাউলধনি হাওরের সমস্যাও সমাধানের জন্য তিনি এলাকাবাসীর সাথে আলোচনা করেন।
উলেখ্য যে, গতকাল ২২/০৫/২০২১ তারিখে : জাতীয় সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, চাউলধনী হাওরের কৃষক নিজের জমিতে পানি সেচ দিয়ে চাষাবাদ করতে পারেনা। লীজগ্রহীতা ও তার বাহিনী জোর পূর্বক কৃষকের জমি সেচ দিয়ে মাছ ধরে নেয় । এতে বাধা দেয়ায় কৃষক দয়াল ও জোরপূর্বক মাটিকাটার কাজে আপত্তির কারণে এলাকার সম্ভাবনাময় স্কুলছাত্র সুমেলকে গুলি করে হত্যা করা হয়েছে। এমন নজিরবিহীন ঘটনার প্রতিবাদ জানানোর ভাষা আমার জানা নেই। আইনশৃঙ্খলা বাহিনী খুনীদের গ্রেফতারে তৎপরতায় থাকলেও এখনও সাইফুল ও তার অস্ত্রবাজ বাহিনীর সবাই ধরা না পড়ায় জনগণ হতাশ। তিনি খুনীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

শনিবার বিকাল ২টায় দৌলতপুর ইউনিয়নের চাউলধনী হাওর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মোকাব্বির খান আরো বলেন, প্রশাসনের যে সকল দুর্নীতিবাজ কর্মকর্তারা দশঘর মৎসজীবি সমবায় সমিতিকে অবৈধভাবে সমিতি রেজিস্ট্রেশন ও লীজ প্রদানে সহায়তা করেছেন তাদেরকে ঘাড়ে ধরে এ উপজেলা থেকে বের করে দেওয়া হবে। এতো অনিয়ম দুর্নীতি সহ্য করা যায় না। তিনি চাউলধনী হাওর পারের ২৫ হাজার কৃষকদের রক্ষা, দয়াল ও সুমেলের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হত্যাকান্ডের তীব্র নিন্দাও প্রতিবাদ জানান।
যুক্তরাজ্য প্রবাসী ইলিয়াস আহমদ আয়নার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এ,এইচ,এম ফিরোজ আলী, উপজেলা আওয়ামীলীগের সদস্য মো: আবুল কালাম, দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরিফ উল্যাহ সিতাব, আলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন ধন মিয়া, শেখ শহীদুল ইসলাম, নজির আহমদ, আহমদ আলী প্রমুখ।
সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবু তাহের মিসবাহ এবং সভা পরিচালনা করেন শফিক আহমদ পিয়ার। সভায় কয়েক শতাধিক লোক উপস্থিত ছিলেন।