সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট)ঃ
ষষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশ্বনাথের লামাকাজী ও খাজাঞ্চি ইউনিয়নে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্য পদের প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।
১৪ জানুয়ারি শুক্রবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত তিন পদে ১২৭ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও দুই ইউনিয়ন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা গোলাম সারোয়ার। লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জন, সদস্য পদপ্রার্থী ৫০ জন, সংরক্ষিত সদস্য পদে ১৪ জন। খাজাঞ্চি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ৪ জন, সদস্য পদপ্রার্থী ৪৩ জন ও সংরক্ষিত সদস্য পদপ্রার্থী ১১ জন।
লামাকাজী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিক প্রাপ্তরা হলেন, বিএনপির সাবেক সদস্য কবির হোসেন ধলা মিয়া (চশমা) আওয়ামী লীগের ফয়সাল আহমদ( নৌকা),ইউনিয়ন বিএনপির সহ সভাপতি গোলাম কিবরিয়া তালুকদার (আনারস),ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান আসকির (ঘোড়া), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত আতাউর রহমান (হাতপাখা)।
অন্যদিকে খাজাঞ্চি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিক প্রাপ্তরা হলেন,বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আলহাজ্ব আরশ আলী( নৌকা), জেলা বিএনপির সাবেক সদস্য তালুকদার গিয়াস উদ্দিন (আনারস), স্বেচ্ছাসেবক দলের নেতা কয়েছ মিয়া (ঘোড়া), ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত আব্দুল বাসিত (হাতপাখা)।