মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজার শ্রীমঙ্গলের মীর্জাপুরে নির্বাচন আচরণবিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) মীর্জাপুর ইউনিয়ন সভাকক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ০৯ নং ওয়ার্ড এবং ভূনবীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ নিবাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, কমলগঞ্জ- শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার তপন জ্যোতি অসীম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম।