মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি || মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক বিজয় পাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়নের মেরিগোল্ড পেট্রল পাম্পের সামনে প্রাইভেট কারের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত বিজয় পালের বাড়ি ভিমসী গ্রামে, তিনি অজিত পালের ছেলে।
শ্রীমঙ্গল থানার এসআই মোহাম্মদ আলমগীর হোসেন জানান, শুক্রবার রাতে কালাপুর ইউনিয়নের মেরিগোল্ড পেট্রল পাম্পের সামনে সিএনজি ও কারের মুখোমোখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।