মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজার শ্রীমঙ্গলে সরকারি শিশু পরিবার (বালিকা) পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোহাম্মদ জয়নুল বারী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সরকারি শিশু পরিবার (বালিকা) পরিদর্শনে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সিলেট বিভাগীয় সমাজসেবা পরিচালক সন্দ্বীপ কুমার সিংহ, উপ পরিচালক মোঃ আব্দুর রফিক, মৌলভীবাজার জেলা সমাজসেবা উপ পরিচালক, আদিল মোত্তাকীন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম প্রমুখ।
মাননীয় সচিব মহোদয় ডরমেটরি ভবনটির পুনর্নির্মাণ, মেরামত পরিদর্শনসহ নিবাসীদের জন্য উপস্থিত সকল কর্মকর্তাকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে বয়স্ক নাগরিকদের বিনোদন ও আবাসনের জন্য শ্রীমঙ্গলে চলমান প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।