মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রামনগর গ্রামে র্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর অভিযানে ৪০ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্বে এ অভিযান সম্পন্ন হয়।
অভিযানকালে রামনগর গ্রাম থেকে ৪০ বোতল বিদেশী মদ, সিএনজি ও একটি মোবাইল সেটসহ শ্রীমঙ্গল থানার লাখাইছড়া চা বাগানের বাসিন্দা ধনেশ কুর্মি এর ছেলে চন্দন কুর্মি (৩৪) ও একই থানার সীশেলবাড়ী চা বাগান এর বাসিন্দা পিন্টু রাজ ভল্লব এর ছেলে স্বপন রাজ ভল্লব (১৮) কে প্রেফতার করা হয়।
এ বিষয়ে শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি গণমাধ্যম কে জানান, আমরা এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, একটি সিএনজিতে করে দুই মাদক কারবারি ৪০ বোতল মাদক বহন করছে বিক্রির জন্য। আর এমন সংবাদের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করি এবং তাদেরকে আলামত সহ গ্রেফতার করি।
উল্লেখ্য যে, এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামত সহ আসামীদেরকে শ্রীমঙ্গল থানায় প্রেরন করেন।