এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রামে প্রথম স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনকারী বীর সেনানী চৌধুরী সফিকুল ইসলামের বর্নাঢ্য রাজনৈতিক জীবনে তার সাফল্য ছিল আকাশচুম্বি। অল্প বয়সে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তার হাতেই ছিল জাতীয় পার্টির হাল। তিনি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি। কুড়িগ্রামের রাজনীতিতে তিনি দেখিয়েছেন একের পর এক নিত্য নতুন চমক। তিনি হরতাল ডাকলে পুরো কুড়িগ্রাম থাকতো অচল। তার ইশারায় চলতো প্রশাসন (এরশাদের শাসন আমলে) রাজনীতিতে তিনি হতেন সফল। জনতার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তার শক্তপোক্ত অবস্থান। তিনি কুড়িগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর আমৃত্য সভাপতি ছিলেন। কুড়িগ্রাম মজিদা আদর্শ মহা বিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি কুড়িগ্রাম জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে ছিলেন বহুদিন। আপন বড় ভাই তাজুল ইসলাম চৌধুরী কুড়িগ্রাম-২ আসন থেকে ৭ বার এমপি নির্বাচিত হবার নেপথ্য নায়ক ছিলেন ছোট ভাই চৌধুরী সফিকুল ইসলাম। এ তথ্য সবার জানা। কুড়িগ্রামের ডানপন্থী ধারার রাজনীতিতে তিনি ছিলেন মহা নায়ক। তার মৃত্যুতে কুড়িগ্রামের রাজনীতিতে যে শুন্যতা সৃষ্টি হল তা আর কোনদিন পুরন হবার নয়। মহান রাব্বুল আল আমিন যেন তাকে জান্নাতবাসী করেন।