হুদা মালী, শ্যামনগর প্রতিনিধিঃ মহামারী কোভিড-19 নোভেল করোনা ভাইরাস চলমান লকডাউনের জন্য সামাজিক দূরুত্ব বজায় রেখে সংক্ষিপ্ত সময়ে এসব ক্রিড়া সামগ্রী ও শিক্ষা উপকরন বিতরণ করেন।
শ্যামনগর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে (২২ জুন) মঙ্গলবার সকাল ১০ টার সময় শ্যামনগর সদর ইউনিয়নের ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিড়া সামগ্রী ও স্কুলের প্রয়োজনীয় শিক্ষা উপকরন বিতরণ করেন শ্যামনগরের বিশিষ্ট ক্রিড়া প্রেমি ও শিক্ষানুরাগী চেয়ারম্যান এ্যাড. এস এম জহুরুল হায়দার (বাবু)।
সকল শিক্ষার্থীদের মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে ও শিক্ষার্থীদের বিনোদন মুখী করতে এমন ব্যতিক্রমি উদ্যোগ গ্রহন করেন । ৩নং শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের কল্যাণ তহবিলের অর্থায়নে ১৬ টি প্রাইমারী স্কুল ও ৪ টি মাধ্যমিক বিদ্যালয়ে ক্রিড়া সামগ্রী হিসেবে ক্রিকেট বল-ব্যাট, ভলিবল ও ফুটবল সহ ক্রিড়া সামগ্রী বিতরণ করেছেন। মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বসার জন্য প্রয়োজনীয় বেঞ্চ প্রদানসহ মাধ্যমিক বিদ্যালয়ের গরীব শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল প্রদান করা হয়েছে।
ক্রিড়া সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, শ্যামনগর সদর ইউপি সচিব মো: আমিনুর ইসলাম। ক্রিড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান এ্যাড এস এম জহুরুল হায়দার (বাবু) বলেন-”যুবকরাই আগামীদিনের সোনালী ভবিষ্যৎ, যুবকদের মাদক সেবন থেকে রক্ষা করতে এবং শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি বিনোদনমুখী করতে সবসময় যুবকদের পাশে আছি এবং থাকবো (ইনশাআল্লাহ)।