আল-হুদা মালী (শ্যামনগর) প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুরে বাঘ বিধবাদের নিয়ে সামাজিক সুরক্ষার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপকূলের বেসরকারি উন্নয়ন সংগঠন সুন্দরবন সমাজ উন্নয়ন সংগঠনের আয়োজনে(৬নভেম্বর) বুধবার সকাল দশটায় নীলডুমুর আলাউদ্দিন মার্কেট চত্তরে সভাটি হয়।
বাঘ বিধবাদের নিয়ে আলোচনা সভার সভাপতিত্ব করেন বাঘ বিধবা রাশিদা বেগম। সামাজিক সুরক্ষা, সোশ্যাল সেফটিনের প্রোগ্রাম সহ সরকারি বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংগঠনের বাঘ বিধবাদের সহযোগিতা সহ তাদের গুরুত্ব দিয়ে সামাজিক মর্যাদায় নিয়ে আসার আলোচনা সভায় দিকনির্দেশনা মূলক আলোচনা করেন উপকুলীয় প্রেসক্লাবের সভাপতি ও সুন্দরবন সমাজ উন্নয়ন সংগঠনের সভাপতি এম এ হালিম। তিনি আরো বলেন সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আলোচনা হচ্ছে, প্রকৃত বাঘ বিধবা কারা সেক্ষেত্রে বন আইনে ক্ষতিপূরণে দাবিতে উল্লেখিত বাঘের আক্রমণে নিহত পরিবারের সদস্য ও স্ত্রী পরিবারের নাম উঠে এসেছে। বাংলাদেশের সাতক্ষীরা পশ্চিম সুন্দরবন এলাকাতে বিশেষ করে শ্যামনগরে এক হাজারের অধিক বাঘ বিধবা রয়েছে যাদের জীবন কঠিন এবং মানবতার জীবন যাপন করে সেই সকল বাঘ বিধবারা আজ নিদারুণ কষ্টের মধ্য দিয়ে দিনযাপন করছে।
সরকারি সহযোগিতাসহ বিভিন্ন সহযোগিতা থেকে তারা বঞ্চিত, কারণ তাদের পক্ষে বা তাদের জন্য কথা বলার কোন মানুষ নাই। রাষ্ট্রীয়ভাবে বন আইনে ক্ষতিপূরণে দাবির পূর্বে যে সকল বাঘ বিধবারা উপকূলীয় অঞ্চলে আছেন তাদেরও বন আইনে বাঘ বিধবা স্বীকৃতি দিয়ে ক্ষতিপূরণের দাবি করেন।
বাঘ বিধবাদের মধ্যে আরো আলোচনা করেন তৈয়বা বিবি, বক্তব্য রাখেন সুন্দরবন সমাজ উন্নয়ন সংগঠনের রবিউল ইসলাম, ফয়সাল আহমেদ।