আল-হুদা মালী শ্যামনগর:
সাতক্ষীরার শ্যামনগরে অপারেশন ডেভিল হান্টে বনদস্যুদের দুই সহযোগী আটক হয়েছে। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি একনালা পাইপ গান ও ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড, পুলিশ ও নৌ বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।
রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, গাবুরা চকবারা গ্রামের মৃত্যু আরমান গাজীর ছেলে আব্দুল হাকিম গাজি (৬৮) ও তার ছেলে মোঃ হাফিজুর রহমান গাজি (২৫)।
কোস্টগার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চকবারা বাজার সংলগ্ন নদীতে তাদের কাঠের বোটে বিশেষ কৌশলে লুকায়িত একটি অবৈধ দেশীয় একনালা পাইপ গান ও ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। তারা সুন্দরবনে ডাকাতদের সহযোগিতা করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের শ্যামনগর থানায় হস্তান্তর করা হবে।