আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ শ্যামনগর উপজেলার বেসরকারী ক্যাপিটেশনপ্রাপ্ত এতিমখানা সমুহের সুপার, সভাপতি সেক্রেটারীদের, প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনার নিমিত্তে উপজেলা সমাজসেবা কার্যালয়, শ্যামনগর, সাতক্ষীরা’র আয়োজনে, এক দিনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম আবুজর গিফারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম, আতাউল হক দোলন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।
উক্ত প্রশিক্ষনে শ্যামনগর উপজেলার বেসরকারি এতিমখানা সমুহ সঠিকভাবে পরিচালনার নিমিত্তে ক্যাশখাতা লিখন, ভর্তি রেজিষ্টার, বিল ভাউচার সংরক্ষনসহ যাবতীয় বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়।