হুদা মালী শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ মৌখালী সেচ্ছাসেবী সংগঠন সি কে যুব ফাউন্ডেশন আয়োজনে ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠান উদযাপিত হয়েছে ।
বৃহস্পতিবার (২১জুলাই) সকাল ১০টায় মুন্সীগঞ্জ মৌখালী সি কে যুব ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সি কে যুব ফাউন্ডেশনের পরিচালক শহিদুল ইসলাম, মুন্সীগঞ্জ ইউপি মহিলা সদস্যা জামিলা খাতুন,৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও সমাজ সেবক জামাল হোসেন, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিলাল হোসেন, ও সহ-সভাপতি আব্দুল হালিম, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান (বকুল), এসময় সি কে ফাউন্ডেশনের সকল সদস্যদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়। এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন আবু জাফর গাজী।