আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে অতিমাত্রায় কার্বন নিঃসরণ কমানোর দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় শ্যামনগর বাসস্ট্যান্ড সংলগ্ন জেসি কমপ্লেক্স চত্বরে সিডিও ইয়ুথ টিম, এস.এস.এসটি ও কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এর আয়োজনে ও বেসরকারি এনজিও বারসিক এর সহযোগিতায় ও পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন- বারসিক এর কর্মকতা বরসা গাইন, সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, সদস্য আনিছুর রহমান মিলন, এস.এস.এসটির সাইদুল ইসলাম ও কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এর সভাপতি রাইসুল ইসলাম সহ সাদি, জামাল, বাদশাহ, আসাদুল্লাহ প্রমুখ।
সভায় বক্তরা বলেন উন্নত বিশ্ব প্রতিনিয়ত কার্বন নিঃসরণ করছে। ধনী ও শিল্পোন্নত দেশগুলোর বিলাসী জীবনযাপনের খেসারত দরিদ্র ও অনুুন্নত দেশগুলোকে দিতে হচ্ছে। কার্বন নিঃসরণের জন্য দায়ী দেশগুলোকে ক্ষতিগ্রস্ত দেশের মানুষকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে হবে।