আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা’র কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় বিএনপি নেতা কর্মিদের নামে মামলা হওয়ায়, মামলার স্বাক্ষ্য গ্রহণ পর্যালোচনা শেষে আদালত আসামীদের দোষী সাব্যস্ত করে ৫০ জন আসামির সকলকে ৫ বছর হইতে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলাকারীদের শাস্তি প্রদান করায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলার নেত্ববৃন্দরা আনন্দ মিছিল করে। আনন্দ মিছিলটি কোর্ট প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিন করে সমাপ্ত হয়।
উল্লেখঃ ২০০২ সালের ৩০ আগষ্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরায় এক মুক্তিযোদ্ধার স্ত্রী ধর্ষণের শিকার হলে তাকে সরেজমিনে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখে, মাগুরা জেলার উদ্দেশ্যে রওয়ানা হলে কলারোয়া শহরে পৌছালে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শেখ হাসিনার গাড়ি বহরে হামলা চালায় এ ব্যাপারে মামলা হলে, দীর্ঘ ১৮ বছর পর আদালত উক্ত রায় ঘোষণা করেন।