রুহুল আমীন তালুকদার, স্টাফ রিপোর্টার :
সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ৪নং শেওলা ইউনিয়ন ও বিয়ানীবাজার উপজেলাবাসী সহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহ ও সর্বস্তরের জনতাকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধান শিক্ষক মুজিবুর রহমান ২ মে সোমবার দৈনিক সোনারী সিলেট ও এশিয়ান এক্সপ্রেস পত্রিকা অফিসে পাঠানো ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দু’টি ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম হচ্ছে ঈদুল ফিতর। বিশ্বের সমগ্র মুসলিম উম্মারা মহান আল্লাহর হুকমে মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহপাকের নৈকট্যলাভ ও গুণামাফের আশায়, বৈষয়িক ব্যস্ততাকে বাদ দিয়ে পরলৌকিক জগতে পাথেয় এই উৎসবটি পালন করে থাকেন। ঈদুল ফিতরের উৎসবটি সারাজাহানের মুসলিম মানব জাতির মনে আনন্দময় ও সত্বার জাগরণ ঘটায় এবং সকল মুসলিম উম্মাদের আত্মাকে মিলনবোধে উদ্দীপিত করে। তাই ঈদুল ফিতরের উৎসবে সমাজের সকল ভেদরেখা ও সিমানা অতিক্রম করে মানুষে-মানুষে মহামিলন ঘটায় এবং সৃষ্টি করে পরস্পরের প্রতি আত্মরিকতা।
বিধায় ধনী-গরীব, উচু-নিচু হানাহানি, হিংসা-বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মুসলিম মানব জাতির মনে শান্তি সহ পরজগতের সম্প্রীতির চেতান দান করে ঈদুল ফিতরের উৎসব। আর মানুষের জীবন হলো সবচেয়ে প্রিয় সম্পদ এই জীবন পায় মানুষ মাত্র একবার। তাই এমন ভাবে চলতে/ বাঁচতে হবে যে, পরজগতে বছরে পর বছর বছর লক্ষহীন জীবন-যাপনে যাতে যন্ত্রণা ভরা অনুসুচনায় ভোগতে না হয় এবং বিগত জীবনের গ্ল্যানিভরা হীনতা, লজ্জার দগ্ধানি সইতে না হয়। এমন ভাবে চলতে/ বাঁচতে হবে, যাতে পরজগতে আল্লাহ পাকের নিকট বলতে পারেন দুনিয়াতে আমরা সমগ্র জীবন ও শক্তি ব্যয় করেছি মহান আল্লাহপাকের নৈকট্য লাভের আশায়।
তাই সিয়াম সাধনা ও ঈদুল ফিতরের উছিলায় শিক্ষক-শিক্ষার্থী, ৪নং শেওলা ইউনিয়ন ও বিয়ানীবাজার উপজেলাবাসী সহ বিশ্বের সকল মুসল্লিম উম্মাহ ও সর্বস্তরের জনতাকে যেন আল্লাহপাক গুণাহমাফ করে দেন ও হেদায়াত নছিব করেন, এই প্রার্থনা করে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান প্রধান শিক্ষক মুজিবুর রহমান।
Leave a Reply