রাকিব হোসেন,লালমনিরহাট জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার বেলা ১২ টার সময় ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম টিএন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষকে ইংগিত করে ফেসবুকে কুটিক্তি মন্তব্য করায় ওই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে জনৈক রব্বানী প্রধানকে ক্ষমা চাওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, পাটগ্রাম টি,এন স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল ওহাব প্রধান তার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন পোস্ট টি হুবহু তুলে ধরা হলোঃ
মোছাঃ আইভি আক্তার, পিতা- মোঃ তোজাম্মেল হোসন, গ্রাম-পূর্ব জগতবেড়, পাটগ্রাম, লালমনিরহাট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এ অধ্যয়নরত একজন দরিদ্র মেধাবী শিক্ষার্থী। তার দুটি কিডনিই অকেজো। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। এ জন্য বিপুল অর্থের জোগান দেওয়া পরিবারের পক্ষে সম্ভব নয়।শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করছি।
সহযোগিতার জন্য বিকাশ/নগদ/রকেট/ব্যাংক একাউন্ট নাম্বার
Bkash 01735081736
Nagad 01735081736
Rocket 01735081736-3
Savings Ac No: 0100223039191
Ac Title: Aivy Akter Irin
Bank: Janata Bank Ltd
Branch : Patgram
Routing No: 135520589
উপরোক্ত পোস্ট টি আইভি আক্তার এর মায়ের অনুরোধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দেন, কিন্তু তার এই পোস্ট টি দেখে আইভি আক্তার এর বড় ভাই মুটোফোনে আব্দুল ওহাব প্রধান স্যারকে অনুরোধ করেন ফেসবুক থেকে উক্ত পোস্ট টি ডিলিট করার জন্য এবং স্যার পোস্ট টি ডিলিট করে দেন। পোস্ট টি ডিলিট করার কারণে রব্বানী প্রধান নামের একজন ব্যক্তি স্যারকে নিয়ে কটুক্তি করেন।
কটুক্তিটি তুলে ধরা হলো (রব্বানী প্রধান) আমি দৃঢ় ভাবে বিশ্বাস কঅরি দলটাকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য এবং পাটগ্রামকে বাংলাদেশের একটি সম্মানজনক, সুশৃঙ্খল উপজেলা হিসেবে পরিচয় বহন করার জন্য অনেক মানুষ মুখিয়ে আছে। কিন্তু আমাদের সমাজের অকৃতজ্ঞ, মনুষ্যত্বহীন ও হীনমন্যতায় জরাজীর্ণ কিছু ধান্দাবাজ, নোংরা রাজনৈতিক নেতার জন্য এগিয়ে আসতে ভয় পায়। আমি ক’দিন আগের একটা অভিজ্ঞতা শেয়ার করছি। গত জুলাই মাসের ১৩ থেকে ১৯ তারিখের মধ্যে পাটগ্রামের একটি সুনামধন্য স্কুল এন্ড কলেজের দায়িত্বশীল পদে থাকা একজন (রাজনৈতিক ছত্রছায়ায় থাকা সম্পুর্ন পরনির্ভরশীল অক্ষম মেরুদন্ডহীন প্রধান শিক্ষক) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া পাটগ্রামের কোন এক ইউনিয়নের একজন ছাত্রীর দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে বলে সহযোগিতার জন্য একটি স্টাটাস দিয়েছিলেন। আমি ওনার ফেসবুক স্টাটাস দেখে ২০ জুলাই আমার সাথে সাক্ষাৎ করে সহযোগিতা নেওয়ার জন্য কমেন্ট করেছিলাম কিন্তু ৩০ মিনিটের মধ্যে কোন নেতার নিদের্শে স্টাটাসটি ডিলিট করে দেওয়া হয়। আমি সত্যি বিস্মিত হয়েছি। তাই আপনি এটা কিভাবে দেখবেন???? আমাদের ভিতরে একটা মিথ্যে এলিটিজম কাজ করে। একটা ফাঁপড়বাজির এলিটিজম। এজন্যই সর্বত্র গ্রুপ। সর্বত্র দল। সর্বত্র ধমবাদ। এ থেকে মুক্তির জন্য চাই আরো সময়। আরো আধুনিক মনের উদ্ভাব। আরো সত্য সাহসী কন্ঠ দরকার। হয়তো সেদিন আর বেশি দূরে নয়। আমাদের সমাজ আলোকিত করার জন্য হটাৎ কারো আচমকা উৎভব হবে ইনশাআল্লাহ।
এই স্ট্যাটাস দেখে পুরা বিভ্রান্তির সম্মুখীন হন পাটগ্রাম টিএন স্কুল এন্ড কলেজ সাবেক অধ্যক্ষ উপজেলা আ’লীগ সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল ওহাব প্রধান।এছাড়া ছাত্র-ছাত্রী ও পাটগ্রাম উপজেলা শিক্ষক সমাজের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।স্ট্যাটাসটি হচ্ছে মানহানিকর। এরই প্রতিবাদে বিক্ষোভ শেষে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, আমাদের এই দাবি ১১ আগস্ট পর্যন্ত চলবে যতক্ষণ না উনি (রব্বানী প্রধান) কলেজের অধ্যক্ষের কাছে ক্ষমা না চাইবে।
মানববন্ধন এর মধ্য দিয়ে ছাত্র-ছাত্রী বিভিন্ন কটুক্তি মুলক শ্লোগান দেন, এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক পানবাড়ি প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান সোহেলসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।