সমুজ আহমদ সায়মন এর কবিতা
মা যে আমার আপন
মা যে আমার আশা,
শাড়ীর আঁচল নীচে
সকল ভালোবাসা।
আঘাত পেলে ভবে
মা যে আগে জানে,
দেখলে মূখ মলিন
আমার জন্য কাঁদে।
গভীর রাত হলে
প্রদীপ নিয়ে হাতে,
ঘরের বাইরে থাকে মা
আসার পথ চেয়ে।
আসলে বাড়ী ফিরে
আগে মা হাসে,
তাড়াতাড়ি খেতে যা
সবার আগে বলে।