মোঃ জোসেপ আলী চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধিঃ
শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে মিলনমেলা ও সুবর্ণজয়ন্তী উদযাপন করার লক্ষে মিলনমেলা ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির ১ম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের হল রুমে মিলনমেলা ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক সৈয়দ মুজাম্মিল আলী শরীফ এর সভাপতিত্বে ও কমিটির সদস্য সচিব শাহ মোহাম্মদ রাজুল আলীর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন খাঁন, এছাড়া ও উপস্থিত ছিলেন মিলন মেলা ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্যবৃন্দ, আজকের সভার মাধ্যমে মিলনমেলা ও সুবর্ণজয়ন্তী করা লক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে এর মধ্যে ১৭ সদস্য বিশিষ্ট্য স্টিয়ারিং কমিটি গঠন ও ২০২৩ সালের নভেম্বর মাসের অনুষ্ঠান করার লক্ষে সবাই মিলে কাজ করার লক্ষ স্থির করা ছাড়া ও কমিটির সদস্যবৃন্দে বিভিন্ন প্রস্তাব গ্রহন করা হয়।
আলোচনা সভা শেষে নবনির্বাচিত আহবায়ক কমিটিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়, এবং নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন খাঁন কে কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে ধন্যবাদ জানানো হয়।