বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলা সহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা ও প্রীতি জানিয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির অন্যতম সদস্য, বিশ্বনাথ উপজেলা আইনজীবী পরিষদের যুগ্ম আহবায়ক, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজপোর্টালের উপদেষ্টা এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।
তিনি আজ ২৫অক্টোবর ২০২০ইং প্রেরিত এক শুভেচ্ছাবার্তায় সনাতন ধর্মে সকলকে এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।
শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বিশ্বনাথ উপজেলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করেন। সামাজিক সম্প্রীতি বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। এজন্য প্রশাসনের সজাগ দৃষ্টি ও সকলের সহযোগীতা একান্ত কাম্য।
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কথা তুলে ধরে তিনি আরও বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষদের সমান অধিকার নিশ্চিত করে চলেছে। সরকারের সকল অর্জন কে ঠিকিয়ে রাখতে আমাদের সকল ক্ষেত্রে সামাজিক সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই।
বাংলাদেশ আওয়ামীলীগ সাম্প্রদায়িকতায় নয়, সম্প্রীতিতে বিশ্বাসী। সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্থতা কামনা করেন তিনি।