এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
শুক্রবার
কুড়িগ্রামের শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত :
কুড়িগ্রাম জেলায় সুশৃঙ্খল ভাবে শারদীয় দূর্গাপূজা ২০২৩ উদযাপন করার লক্ষ্যে জেলার সকল উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার, উলিপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবাসহ অনন্যরা।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শারদীয় দূর্গাপুজা-২০২৩ সুষ্ঠু সুন্দর ও সুশৃঙ্খল ভাবে উদযাপন করার লক্ষ্যে জেলা পুলিশের পাশাপাশি সম্মিলিত ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পুলিশ সুপার বলেন, ইতিমধ্যেই আমারা কুড়িগ্রাম জেলায় শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষ্যে কয়েক স্তরের নিরাপত্তা পরিকল্পনা করেছি, এবং প্রতিদিন সকল সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ সহ সকল পুলিশ কর্মকর্তারা বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করছেন।