বিশ্বনাথ প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানী নগর) আসনে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বিশাল ভোটে নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সংগঠক নজরুল আমীন।
তিনি এক অভিনন্দন বার্তায় বলেন;দীর্ঘ ১০ বছর পর উন্নয়ন বঞ্চিত বিশ্বনাথ ও ওসমানী নগরের জনগন উৎফুল্ল ও আনন্দিত। কারণ এ জনপদের মানুষ দলীয় সংসদ সদস্য পেয়েছে এবং এবার তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তিনি আরো জানান,শফিকুর রহমান চৌধুরীর সময়ে সকল ক্ষেত্রে এ জনপদে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। পাশাপাশি এ অঞ্চলের মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে সে আশাও করছেন তিনি।