জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই এই স্লোগানকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে লোহাগড়া পৌর শাখা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে সোমবার ( ১ মে) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এসময় শোভাযাত্রাটিতে লোহাগড়া পৌর জাতীয় শ্রমিক লীগের সভাপতি শেখ মোস্তফা কামাল, সহসভাপতি সামছুল আলম জিয়া, সাধারণ সম্পাদক মোঃ হানিফ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, রাকিবুল ইসলাম বাধন, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন শেখ ও প্রচার সম্পাদক সম্রাট মিলনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।