জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় সোনালী এজেন্ট ব্যাংকিং লাহুড়িয়া বাজার আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল রোববার সকাল ১১টায় লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজার শেখ সুপার মার্কেটের ২য় তলায় এ সোনালী এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেড লোহাগড়া বাজার শাখার ব্যবস্থাপক মো. নুরুল আমিনের সভাপতিত্বে ও সোনালী ব্যাংক লোহাগড়া বাজার শাখার আইটি কর্মকর্তা মো. হাসিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল সোনালী ব্যাংক শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হারুনুর রশিদ। স্বাগত বক্তব্য দেন সোনালী এজেন্ট ব্যাংকিংএর স্বত্ত্বাধিকারী মো. জাহিদুর রহমান।
এসময় লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, নড়াইল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. জহির রায়হান, অধ্যক্ষ মাও. সৈয়দ ফজলুল করিম, লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ, প্রধান শিক্ষক মো, মিজানুর রহমান, শিক্ষক মো. ওয়াহিদুজ্জামানসহ সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীরা ও গ্রাহকসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply