জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া বাজারের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী ,সমাজ সেবক, সাংবাদিক মোল্যা মনিরুজ্জামান ওরফে মনি মোল্যা(৫৯) গত বুধবার রাতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী—-রাজিউন। মৃতকালে তিনি স্ত্রী-৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে,লোহাগড়ার পোষ্ট অফিস পাড়ার বাসিন্দা মৃত ইকরামুল হক মোল্যার বড় ছেলে লোহাগড়া বাজারের মোল্যা মার্কেটের মালিক,বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী,লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক জিবি সদস্য, রামনারায়ন পাবলিক লাইব্রেরী পরিচালনা পর্ষদের নির্বাচিত প্রাক্তন সদস্য,বিশিষ্ট সমাজ সেবক, সিনিয়র সাংবাদিক মোল্যা মনিরুজ্জামান মনি মোল্যা বেশ কিছুদিন ধরে অসুস্থ্য ছিলেন। তিনি বুধবার রাত দশটার দিকে নিজ বাড়ীতে হঠাৎ বেশী অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি মারা যান।
গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাযা শেষে লোহাগড়া বাজারস্থ্য কবর স্থানে তাকে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে লোহাগড়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, লোহাগড়া বাজারের ব্যবসায়ী সমাজ,বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেন এবং মরহুমের জন্য দোয়া ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।