জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলর লোহাগড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। ।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮টি মোটরসাইকেল।
আটককৃতরা হলো আলফাডাঙ্গা উপজেলার টিঠা গ্রামের মৃত রাজ্জাক শেখের ছেলে কামাল শেখ (৩৯), একই উপজেলার বাজরা গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে মঞ্জুরুল ইসলাম জিসান (১৪), মফিজুল হকের ছেলে ইমদাদুল হক মিলন (৩৫) ও লোহাগড়া উপজেলার আড়পাড়া গ্রামের মৃত কবির সরদারের ছেলে ফসিয়ার সরদার (২৮)।
গত মঙ্গলবার ২-৩০ মিনিটে লোহাগড়া থানার হলরুমে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান নড়াইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম (প্রশাসন ও অর্থ) ।
ব্রিফিংয়ে তিনি জানান, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে মিঠাপুর লাহুড়িয়া গামী ঝামারঘোপ বাজারস্থ মুরাদের চায়ের দোকানের সামনে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সময় কামাল শেখ ও মঞ্জুরুল ইসলাম জিসান কে আটক করে তাদের নিকট থেকে দুটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করে।
এসময় আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য অনুযায়ী লোহাগড়া উপজেলার আড়পাড়া গ্রামের মৃত কবির সরদারের ছেলে ফসিয়ার সরদার এর নিকট থেকে একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়। পরে ফসিয়ার সরদারের দেয়া তথ্যমতে আরও দুটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া ফরিদপুর জেলার বাদুরা গ্রামের মফিজুল হক এর ছেলের নিকট থেকে একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয় অভিযানে সর্বমোট আটটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply