জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :
জীবনকে ভালোবাসুন মাদক থেকে দুরে থাকুন এই প্রতিপাদ্য কে সামনে রেখে নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদক দ্রব্যের অপব্যাবহার রোধকল্পে সামাজিক আন্দলোন গড়ে তোলার লক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ত্রন অধিদপ্তরের আয়োজনে লোহাগড়া উপজেলা মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে ও নড়াইল জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুস সালামের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ও পৌর মেয়র দৈয়দ মসিয়ূর রহমান।
মুল প্রবন্ধ উপস্থাপন করেন নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নজরুল ইসলাম।
এ সময় লোহাগড়া উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মো:কামাল হোসেন ভূইয়া, মহিলা ভাইচ চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন ইতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,লোহাগড়া থানার উপপরিদর্শক (এস.আই) সুমন হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: শিরিনা খাতুন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম হায়াতুজ্জাম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খানম, নড়াইল জেলা মাদক নিয়ত্রন অধিদপ্তরের মো: আশিক ইকবাল রকি, মো: আব্দুস সালাম আকন,অশোক কুমার বাইন, নাজমুল ইসলাম তমাল,শাহারিয়ার হোসেন,জয়পুর ইউপি চেয়ারম্যান মো:সাইফুল ইসলাম সুমন,শালনগর ইউপি সদস্য মো: সাজ্জাদুল ইসলাম সহ সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply