জহুরুল হক মিলু, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি
বাঙালির ঐতিহ্য লালন করতে নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর হাট এলাকায় মধুমতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল নামে মধুমতি নদীর দুই তীরে। কয়েক দিন আগে থেকে প্রচার প্রচারণা চালানোর কারণে গ্রামের মানুষ ছাড়াও শহর থেকে অসংখ্য মানুষ ভীড় জমায় মধুমতি নদীর তীরে।
শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে লোহাগড়া উপজেলার শিয়রবর গ্রামবাসীর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আশেপাশের ১০টি গ্রামে উৎসবের আমেজ বিরাজ করে। এ উপলক্ষে শিয়রবর হাটের উপর মধুমতি নদীর তীরে বসে মেলা। এ মেলায় সকাল থেকেই মিষ্টি, ঝালমুড়ি, ছোটবাচ্চাদের খেলনাসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র বেচাকেনা চলে।
এর আগে দুপুরে নৌকাবাইচ প্রতিযোগিতার শুভ উদ্ধোধন করেন লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. লাবু মিয়া। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল হোসেন, ইউপি সদস্য মো. কামাল শেখ, রুবায়েদ মোল্যা, হিরু মোল্যা, ডাবলু মোল্যা, তোতা মোল্যা প্রমুখ।
এতে চেয়ারম্যান মো. লাবু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, ইসমাইল মোল্যা, জাহিদ হোসেন মোল্যার অর্থায়নে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার শালনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আনিচুর রহমান ধলু বলেন, এই মধুমতি নদীতে যুগ যুগ ধরে নৌকাবাইচ প্রতিযোগিতা চলে আসছে। প্রতি বছর বন্যার পানি কমতে শুরু করলে এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।