জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল)প্রতিনিধিঃ
শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কাযার্লয়ের আয়োজনে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে আলোচন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসরাপ চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম।
এসময় উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম, সাংবাদিক কাজী আশরাফ, এস এম জহুরুল হক মিলু, মোসাঃ মুর্শিদা ইয়াসমিন, শিউলী রায়, চায়না খানম, বিনা খানমসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও ও শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।