জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
খরিপ-১/ ২০২৩-২৪ মৌসুমে দেশী পাটের বীজ নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নে ৬২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে গতকাল বুধবার দুপুরে নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে এ দেশী পাটের বীজ বিতরণ করা হয়। ১ বিঘা জমি চাষের জন্য প্রতি জনকে ১ কেজি দেশী পাটের বীজ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ ইনায়েত হোসেন, সচিব শক্তি রঞ্জন বিশ্বাস, নোয়াগ্রাম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য সমীর ঘোষ, কাজী আজিজুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান তবি, সৈয়দ মাসুম রেজা, মোঃ মনিরুজ্জামান ও গ্রাম পুলিশের সদস্যসহ অনেকে।