জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
আজ শুক্রবার সকালে কালনা-যশোর মহাসড়কের এড়েন্দা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতদের লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নড়াইল এক্সপ্রেস নামে একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে কালনা-যশোর মহাসড়কের এড়েন্দা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বি আর টি সির একটি ট্র্যাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রাথমিক পর্যায়ে বাসে থাকা যাত্রী ও ট্রাকের হেল্পারকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। কিন্তু ট্রাকের চালক ভেতরে আটকা পড়ে। প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে ট্রাকের চালককে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
এ ব্যাপারে তুলারামপুর হাইওয়ে ফাড়ির পরিদর্শক মেহেদী হাসান বলেন, আহতদের লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস ও ট্র্যাকটি রাস্তা থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।