জহুরুল হক মিলু, লোহাগড়া ( নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ সুর্য্যদ্বয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, পুস্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় উপজেলা চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়ার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন প্রমুখ।
এছাড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ১৩ টি কিশোর-কিশোরি ক্লাবের শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর ও বাংলাদেশ এর উপর রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।