জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক বাবু অরবিন্দ আচার্য এর নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে লোহাগড়া নাগরিক কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নাগরিক কমিটির আহবায়ক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমানের সভাপতিত্বে ও নড়াইল জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ও ইতনা কলেজের সহকারি অধ্যাপক মোঃ আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। প্রধান বক্তা ছিলে নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এড. সুবাস চন্দ্র বোস।
স্বাগত বক্তব্য দেন নাগরিক কমিটির আহবায়ক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান।
এসময় নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আজগর আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, নড়াইল জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি এড. নজরুল ইসলাম, সদস্য সচিব বালা কমল কৃষ্ণ, সদস্য এড. আব্দুস ছালাম খান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, সৈয়দ আকরাম আলী আকিদুল, চন্দনা চক্রবর্তী, রেবতী আচার্য, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য মহাসিন উদ্দিনসহ শিক্ষক-,শিক্ষার্থী, সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন।
প্রয়াত বাবু অরবিন্দ আচার্য এর ব্যক্তিগত ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন বক্তারা। জহুরুল হক মিলু, লেহাগড়া, ২২-০৯-২৩, ০১৯২৫-৪৪১৯৫৪