জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে নানী ও ছয় বছরের শিশু নাতির মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুরে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই জন হচ্ছে উপজেলার শেখপাড়া বাতাসি গ্রামের মৃত ছরোয়ার খানের স্ত্রী হোসনেয়ারা বেগম (৫৫) ও লাহুড়িয়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে জিহাদ (৬)।
শালনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডর ইউপি সদস্য মোঃ সাজ্জাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পুকুরের মধ্যে হাবুডুবু খাচ্ছিল ছয় বছরের শিশু জিহাদ। এসময় তাঁর নানী হোসনেয়ারা বেগম পুকুরে গোসল করতে এসে দেখতে পেয়ে তিনি পুকুরে লাফ দিয়ে পড়ে তাঁকে বাঁচাতে গিয়ে দুই জনেই পানিতে ডুবে যায়। প্রতিবেশিরা পুকুরে দইটি লাশ ভাসতে দেখে তাঁর স্বজনদের খবর দেয়। স্বজনরা এসে লাশ দুইটি উদ্ধার বাডিতে নিয়ে যায়।
এব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, এ বিষয়ে লোহাগড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।