জহুরুল হক মিলু, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস ও ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল রোববার সকাল ১১ টায় লোহাগড়া পৌর আওয়ামীলীগের আয়োজনে পৌর আওয়ামীলীগ কাযার্লয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী বনি আমিন।
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় বক্তারা বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা ১৯৭৫ সালের ১৫ আগস্টের ধারাবাহিকতা, সেদিন খুনিদের মুল লক্ষ্য ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করা। আল্লাহর রমমত ও মানুষের অশেষ ভালোবাসার কারণে তিনি প্রাণে বেচেঁ যান। কিন্ত নারী নেত্রী আইভি রহমানসহ অনেককে আমরা হারিযেছি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক মো. মনজুরুল করিম মুন, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, সিনিয়র সহসভাপতি একেএম ফয়জুল হক রোম, উপজেলা আ,লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিহানুক রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মো. আশরাফুল আলম, যুবলীগের সাধারণ সম্পাদক শিকদার নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোজাম খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক এফ আর রোমান রায়হান, উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মারুফ হাসান, উপজেলা শ্রমিকলীগের প্রচার সম্পাদক শেখ মাহাবুর রহমানসহ আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতারা প্রমুখ।
আলোচনা শেষে শহীদ সকল নেতাকর্মীর রুহের মাগফিরাত কামনা ও আহত সকলের প্রতি সহমর্মিতা জানিয়ে দোয়া মোনাজাত করা হয়।