জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল)প্রতিনিধিঃ
“নিরাপদ মাছে ভরবে দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ- ২৩ উদযাপন উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য খাতকে সমৃদ্ধি করতে ২৪-৩০ জুলাই ৭দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু।
এর আগে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলীর সভাপতত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার জুলফিকার আলি।
এসময় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা শেখ মোহাম্মদ ফয়সল, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম, মৎস্যচাষী কামরুল ইসলাম, নাজমুল হক, এবাদুল রেজা প্রমুখ।