জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় তিন দিনব্যাপি (৭, ৮, ৯ ফেরুয়ারি) ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন করা হয়েছে।
লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্ধোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে লাল ফিতা কেটে এ মেলার উদ্ধোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এর আগে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার রায়। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার। এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী, ক্লামেইট স্মার্ট প্রযুক্তি প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলিল হক মনি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান প্রমুখ। এ মেলায় ১২ টি স্টল রয়েছে।