জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
২০২২- ২৩ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় নড়াইলের লোহাগড়া উপজেলায় কৃষকদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নড়াইল জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে জেলার ৩টি উপজেলার ১২৫ জন কৃষকদের মধ্যে ৫ জন কৃষককে পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল উপপরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে ও লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আজগর আলী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, লোহগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি তেল জাতীয় ফসল উৎপাদনে অবদান রাখার জন্য ৫ জন কৃষকের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার প্রাপ্তরা হচ্ছে মোঃ কামাল তালুকদার, দীপক রায়, কাজী শরিফুল ইসলাম, মোঃ আজাদ শেখ, মোঃ আহাদ মোল্যা
জহুরুল হক মিলু লোহাগড়া, ১৩-০৪-২৩, ০১৯২৫-৪৪১৯৫৪