জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় মোঃ গফ্ফার মোল্যা (৬৫) নামে এক কৃষককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাতে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত ইউনুচ মোল্যার ছেলে।
স্বজনরা জানা, শনিবার দিবাগত রাতে ইয়ার আলীর দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে ওই গ্রামের মৃত আব্দুল হাই শেখের বাড়ির কাছে পৌছালে দুর্বৃত্তরা দেশিয় অস্ত্র ছ্যান দা দিয়ে কুপিয়ে মারাক্তক জখম করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে খুলনা হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়। তিনি বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।৷