জহুরুল হক মিলু, লোহাগড়া ( নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ঈদ পুণর্মিলনী ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার মধুমতি কমিউনিটি সেন্টারে এ ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় অর্থনীতি নির্বাহী সম্পাদক ও কার্যকরি সভাপতি আবুল বাশার মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম। অনুষ্ঠানে উদ্ধোধনী বক্তব্য দেন সকালের সময় পত্রিকা সম্পাদক ও প্রকাশক ও জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্ঠা নুর হাকিম। এতে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মাসুদুর রহমান দিপু, বিশিষ্ট সাংবাদিক আনোয়ারুল হক, জাতীয় সাংবাদিক সংস্থার কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক মোঃ সোহাগ আহমেদ, জিল্লুর রহমান আজাদ, জাতীয় সাংবাদি সংস্থার মহিলা বিষয়ক সম্পাদিকা রাজিয়া সুলতানা তূর্ণা প্রমুখ।
এসময় জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিক ও লোহাগড়া উপজেলার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।