জহুরুল হক মিলু, লোহাগড়া(নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় আলিফ হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১১ টার দিকে লোহাগড়া বাজারস্থ ফুলিকাজী মোড়ে এ হাসপাতালের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে কারি জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি লাল ফিতা কেটে আলিফ হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্ধোধন করেন।
এসময় নড়াইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুরুল করিম মুন, পৌর কমিশনার মোঃ আনিচুর রহমান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় দাস, পৌর কমিশনার সৈয়দ শাহাজান সিরাজ বিদ্যুত, মোঃ রহমতউল্লাহসহ সাংবাদিক, ব্যবসায়ী, গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।