জহুরুল হক মিল, লোহাগড়া ( নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইল জেলায় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পে একনেকে ২৫০ কোটি টাকা অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে লোহাগড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে আনন্দ মিছিল হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে লোহাগড়া জামরুলতলা উপজেলা আ. লীগ কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পৌর আওয়ামীলীগ চত্বর এসে শেষ হয়। এ সময় উপজেলা আ. লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, সাবেক পৌর মেয়র আশরাফুল আলম, উপজেলা আ. লীগের সিনিয়র সহ সভাপতি ফয়জুল হক রোম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও লোহাগড়া ইউপ সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল শিকদার, মোঃ মনজুরুল করিম মুন, ইউপি চেয়ারম্যান শেখ সিহানুক রহমান, আবুল কালাম আজাদ পাখি, মোঃ সাইফুল ইসলাম সুমন, মোঃ হাসান মাহম্মুদসহ আওয়ামীলীগের সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।