জহুরুল হক মিলু, লোহাগড়া(নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ৮ টায় লোহাগড়া জয়পুর জামরুলতলা উপজেলা আওয়ামীলীগের কাযার্লয় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন দলীয় নেতাকর্মীরা।
সকাল ১০ টায় লোহাগড়া জয়পুর জামরুলতলা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান,জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনজুরুল করিম মুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, পৌর আ,লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, জেলা যুবলীগের সদস্য ছদরউদ্দিন শামীম, জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আখতার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগে সহসভাপতি মো. রুমান মৃধা, জয়পুর ইউনিয়ন আ. লীগের সভাপতি শিকদার সাহাবুদ্দিন সাবু প্রমুখ। আলোচনা শেষে কেক কাটা হয়।