জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ ও প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন (২য় পযার্য়) প্রকল্প কর্তুক নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে প্রদত্ত সেবা সমুহ নিয়ে ফেব্রুয়ারী মাসের প্রথম ও দ্বিতীয় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমির হলরুমে উপজেলা তথ্য আপা প্রকল্পের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উক্ত বিদ্যালয়ের একশত জন ছাত্রী অংশ নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেল তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খানম।
এতে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন প্রমুখ। এসময় তথ্য আপার সকল সহকর্মী, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং একশত ছাত্রী উপস্থিত ছিলেন।
বৈঠকে বক্তরা নারীদের বাল্যবিবাহ, জেন্ডার, নারী শিক্ষা, লাল সবুজ ডটকম অনলাইন মার্কেট প্লেস তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে প্রতিজন ছাত্রীকে নগদ একশত টাকা এবং নাস্তা দেওয়া হয়।
জহুরুল হক মিলু, লোহাগড়া, ২৭-০২-২৩, ০১৯২৫-৪৪১৯৫৪