জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের মধ্যে মঙ্গলবার (২১ মার্চ) পুরস্কার বিতরণ করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি শেখ মোঃ সুলতান মাহমুদ বিপ্লব। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেঃ আমির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি একেএম ফয়জুল হক রোম, জয়পুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সুমন, নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান মুন্সী জোসেফ হোসেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ রফিকুল ইসলাম, বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদ সদস্য মোশারেফ হোসেন কামরুল, মোঃ সাখাওয়াত হোসেন, জাহিদুল ইসলাম, কাজী শরিফুল ইসলাম লাবুসহ শিক্ষক-শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।